ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মুনাফার ৬৪ শতাংশই রেখে দেবে ওরিয়ন ফার্মা

২০২৩ নভেম্বর ১৩ ১৮:৪৩:২১
মুনাফার ৬৪ শতাংশই রেখে দেবে ওরিয়ন ফার্মা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৪ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওরিয়ন ফার্মার ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ২.৭৪ টাকা হিসেবে ৬৪ কোটি ১২ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১০% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১ টাকা করে মোট ২৩ কোটি ৪০ লাখ টাকা বা মুনাফার ৩৬% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ৪০ কোটি ৭২ লাখ টাকা বা ৬৪% কোম্পানিতে রেখে দেওয়া হবে।

এর আগের বছর ওরিয়ন ফার্মার পর্ষদ ৮৪ কোটি ৬১ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৩.৬২ টাকা মুনাফার বিপরীতে ১০ শতাংশ হিসেবে ২৩ কোটি ৪০ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করছিল। ওই বছর মুনাফার ২৮% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হয়েছিল।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২২% মুনাফা কমেছে। এ কোম্পানিটির আগের বছরের ৩.৬২ টাকার ইপিএস কমে ২০২২-২৩ অর্থবছরে হয়েছে ২.৭৪ টাকা।

উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ওরিয়ন ফার্মার পরিশোধিত মূলধনের পরিমাণ ২৩৪ কোটি টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১৩ নভেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭৯.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে