ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আল-আমিন কেমিক্যাল ও রাঙ্গামাটি ফুড

এসএমইতে স্থানান্তরের মাধ্যমে প্রতারণার পরিকল্পনা আটকে দিল ডিএসই

২০২৩ নভেম্বর ১৮ ১০:১১:৩৫
এসএমইতে স্থানান্তরের মাধ্যমে প্রতারণার পরিকল্পনা আটকে দিল ডিএসই

ওভার দ্যা কাউন্টার মার্কেট (ওটিসি) থেকে আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ও রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস এসএমইতে স্থানান্তর করা হবে বলে গেম্বলার বা কাঁরসাজিকর আবুল খায়ের হিরুর নেতৃত্বে একটি চক্র আগেই কোম্পানি দুটির শেয়ার নিয়ে সাধারন বিনিয়োগকারীদের ঠকাতে বড় পরিকল্পনা করে রেখেছিল। যারা এসএমইতে কোম্পানি দুটির কৃত্রিম শেয়ার সংকটের মাধ্যমে আকাশচুম্বি করার পরিকল্পনা করে। তবে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ সেই পরিকল্পনা আটকে দিয়েছে। মন্দা ব্যবসার কোম্পানি দুটিকে এসএমইতে স্থানান্তর আবেদন বাতিল করে দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ।

গত ১৬ নভেম্বর কোম্পানি দুটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এসএমইতে স্থানান্তরের আবেদন বাতিল করার চিঠি দেওয়া হয়েছে।

কোম্পানি দুটির এসএমইতে স্থানান্তরের আবেদনের আলোকে সরেজমিনে কারখানা ও প্রধান কার্যালয় পরিদর্শন করে ডিএসই কর্তৃপক্ষ। এছাড়া তারা প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণাদি যাচাই করে। এতে করে কোম্পানি দুটির বিভিন্ন সমস্যা উঠে আসে এবং এসএমইতে স্থানান্তরের যোগ্যতা নেই বলে প্রতিয়মান হয়।

আল-আমিন কেমিক্যাল : বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি ছাড়াই এই কোম্পানিটির ২৫ কোটি টাকার মূলধন বাড়ানো হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ২এ(২)(এ) লঙ্ঘন। এছাড়া কোম্পানি কর্তৃপক্ষ যে ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা করেছে, তারসঙ্গে বাস্তব বা বর্তমান ব্যবসার কোন মিল নেই। যে কোম্পানিটির পরিবেশ সার্টিফিকেট ও আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নেই।

রাঙ্গামাটি ফুড প্রোডাক্টস : এই কোম্পানিটির ক্ষেত্রেও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি ছাড়া ৪০ কোটি টাকার মূলধন বাড়ানো হয়েছে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ২এ(২)(এ) লঙ্ঘন। যে কোম্পানি কর্তৃপক্ষ মূলধন বাড়ানো নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। এছাড়া বাড়ানো ওই মূলধনের ব্যবহার নিয়েও মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। যে কোম্পানিটির বর্তমান ব্যবসায়িক অবস্থা কৌশলগত পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য নেই।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে