ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মুনাফার ৮৫ শতাংশই রেখে দেবে কনফিডেন্স সিমেন্ট

২০২৩ নভেম্বর ১৯ ১০:০১:১২
মুনাফার ৮৫ শতাংশই রেখে দেবে কনফিডেন্স সিমেন্ট

শেয়ারবাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ৮৫ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যে কোম্পানিটির ১৩১ শতাংশ মুনাফা বৃদ্ধি সত্ত্বেও পরিচালনা পর্ষদ লভ্যাংশে কোন উন্নতি আনেনি।

কনফিডেন্স সিমেন্টের ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি ৩.৩১ টাকা হিসেবে ২৭ কোটি ১৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ০.৫০ টাকা করে মোট ৪ কোটি ১১ লাখ টাকা বা মুনাফার ১৫% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। বাকি ২৩ কোটি ৮ লাখ টাকা বা ৮৫% কোম্পানিতে রেখে দেওয়া হবে। এরমধ্যে মধ্য থেকে ৫% বোনাস শেয়ার হিসাবে ৪ কোটি ১১ লাখ টাকা দিয়ে পরিশোধিত মূলধন বাড়ানো হবে এবং ১৮ কোটি ৯৭ লাখ টাকা রিজার্ভে রাখা হবে।

এর আগের বছর কনফিডেন্স সিমেন্টের পর্ষদ ১১ কোটি ১৭ লাখ টাকা বা শেয়ারপ্রতি ১.৪৩ টাকা মুনাফার বিপরীতে ৫ শতাংশ হিসেবে ৩ কোটি ৯১ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করছিল। ওই বছর মুনাফার ৩৫% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হয়েছিল। ওই বছরের ব্যবসায়ও কোম্পানিটির পর্ষদ ৫% বোনাস শেয়ার ঘোষণা করেছিল।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ১৩১% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ১.৪৩ টাকার ইপিএস বেড়ে ২০২২-২৩ অর্থবছরে হয়েছে ৩.৩১ টাকা।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কনফিডেন্স সিমেন্টের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮২ কোটি ১৫ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১৮ নভেম্বর দাঁড়িয়েছে ৮৯ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে