ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

নয় মিউচ্যুয়াল ফান্ডের ২৫ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

২০২৩ আগস্ট ০৭ ১২:২৭:৩৭
নয় মিউচ্যুয়াল ফান্ডের ২৫ কোটি টাকার লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৯ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় প্রায় ২৫ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ও সোমবার লভ্যাংশ ঘোষনা করা ফান্ডগুলোর প্রকাশিত তথ্য অনুযায়ি এমনটি পাওয়া গেছে।

ফান্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আইসিবি অগ্রণী ব্যাংক ফান্ডের ট্রাস্টি। এ ফান্ডটি থেকে অভিহিত মূল্য বা প্রতিটি ইউনিটে ১০ টাকা বিবেচনায় ৫% হারে ৪ কোটি ৯১ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

লভ্যাংশে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট ফান্ড, আইসিবি এনআরবি ৩য় ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ও আইএফআইএল ইসলামিক ফান্ড।

নিম্নে ফান্ডগুলোর লভ্যাংশের হার ও লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-

মিউচ্যুয়াল ফান্ডের নাম

লভ্যাংশের হার (নগদ)

লভ্যাংশের পরিমাণ (কোটি টাকা)

আইসিবি অগ্রণী ব্যাংক ফান্ড

৫%

৪.৯১

প্রাইম ব্যাংক ফার্স্ট ফান্ড

৩%

৩.০০

আইসিবি এনআরবি ৩য় ফান্ড

৩%

৩.০০

এসইএমএল আইবিবিএল শরীয়াহ

৪.৫০%

৩.০০

আইএফআইএল ইসলামিক ফান্ড

৩%

৩.০০

আইসিবি সোনালি ব্যাংক ফান্ড

২.৫০%

২.৫০

আইসিবি এমপ্লয়েজ ফান্ড ১

৩%

২.২৫

ফনিক্স ফাইন্যান্স ফান্ড

৩%

১.৮০

আইসিবি এএমসিএল ২য় ফান্ড

৩%

১.৫০

মোট-৯টি ফান্ড

২৪.৯৬ কোটি টাকা

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে