ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ঝুঁকিতে অস্তিত্ব

৯৮ কোটি টাকা টাকার ইন্টারকন্টিনেন্টালের পূঞ্জীভূত লোকসান ৫৭২ কোটি

২০২৩ নভেম্বর ২৩ ০৮:০৫:৪৯
৯৮ কোটি টাকা টাকার ইন্টারকন্টিনেন্টালের পূঞ্জীভূত লোকসান ৫৭২ কোটি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ত্ব হোটেল ইন্টারকন্টিনেন্টাল (বিডি সার্ভিসেস) বিভিন্ন সমস্যায় জর্জরিত। যে কোম্পানিটির নিয়মিত লোকসানের কারনে পরিশোধিত মূলধনের প্রায় ৬ গুণ পূঞ্জীভত লোকসান হয়ে গেছে। যাতে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

কোম্পনিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করা হয়েছে।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৩ সালের ৩০ জুন পূঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৭১ লাখ টাকা। এছাড়া চলতি সম্পদ ঘাটতির পরিমাণ ৩৮১ কোটি ৯৮ লাখ টাকা। যে কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে যথেষ্ট পরিমাণ লোকসান এবং ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ হয়েছে। বিদ্যমান এই শোচণীয় দুরাবস্থার কারনে কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

আরও পড়ুন.......

আইপিওতে বিএসইসির অবস্থান এখন দূর্বল

উল্লেখ্য, ১৯৮৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া হোটেল ইন্টারকন্টিনেন্টালের পরিশোধিত মূলধনের পরিমাণ ৯৭ কোটি ৭৯ লাখ টাকা। এরমধ্যে ০.৩২ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (সরকার ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। সোমবার (২০ নভেম্বর) এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৫.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে