ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডিএসইর ছামিউল ও আসাদুরের পদাবনতি

২০২৩ নভেম্বর ২৩ ২১:০৪:৩৯
ডিএসইর ছামিউল ও আসাদুরের পদাবনতি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের মো: ছামিউল ইসলাম ও মোহাম্মদ আসাদুর রহমানের পদাবনতি করা হয়েছে। এর আগে ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম অর্গানোগ্রাম লংঘন করে তাদেরকে ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ পদে পদোন্নতি করা হয়েছিল। যা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দৃষ্টিগোচর হয় এবং ব্যবস্থা নিতে ডিএসইকে চিঠি দেয়।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ডিএসই মো: ছামিউল ইসলাম ও মোহাম্মদ আসাদুর রহমানের ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ পদোন্নতি প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা এম সাইফুর রহমান মজুমদার সাক্ষরিত চিঠির মাধ্যমে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিএসইসির ২২ নভেম্বরের সিদ্ধান্তের আলোকে আপনাদের (মো: ছামিউল ইসলাম ও মোহাম্মদ আসাদুর রহমান) ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ পদ অবনমন করে আগের ‘জেনারেল ম্যানেজার’ হিসাবে পদায়ন করা হলো।

আরও পড়ুন.......

আইপিওতে বিএসইসির অবস্থান এখন দূর্বল

এমারেল্ড অয়েলে কোটি কোটি টাকার ভূয়া সম্পদ

এর আগে ডিএসইকে দেওয়া বিএসইসির চিঠিতে বলা হয়, ডিএসইর কর্মকর্তাদের জব ডিসক্রিপশন ও ডিমিউচ্যুয়ালাইজেশন স্কীম পরীক্ষায় কতিপয় কর্মকর্তাকে ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ পদে পদোন্নতি দেওয়ার বিষয়টি উঠে এসেছে। এক্ষেত্রে ডিমিউচ্যুয়ালাইজেশন স্কীম এ প্রদত্ত অর্গানোগ্রাম লংঘন করা হয়েছে। যা শৃঙ্খলা পরিপন্থী।

এই অবস্থায় ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের ৬(৫) ধারা পরিপালনে ৭ কার্যদিবসের মধ্যে ব্যবস্থা গ্রহন করে কমিশনকে অবহিত করতে বলা হয়। এক্ষেত্রে ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ হিসেবে পদোন্নতি ও পদায়ন করা কর্মকর্তাদেরকে অবনমন করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে বলেছে কমিশন। এছাড়া ‘সিনিয়র জেনারেল ম্যানেজার’ পদে পদোন্নতি দেওয়ার পরে কর্মকর্তারা যে অতিরিক্ত বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধাতি পেয়েছেন, অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে। এমনকি প্রদত্ত আর্থিক সুবিধা আদায় করে ডিএসইর হিসাবে জমা করতে বলা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে