ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পর্ব-২

এমারেল্ডে ভূয়া সম্পদের পাশাপাশি বিভিন্ন অনিয়ম

২০২৩ নভেম্বর ২৬ ০৯:৩২:৫১
এমারেল্ডে ভূয়া সম্পদের পাশাপাশি বিভিন্ন অনিয়ম

শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজে ভূয়া সম্পদের পাশাপাশি বিভিন্ন অনিয়ম খুঁজে পেয়েছে নিরীক্ষক। এরমধ্যে হিসাব মান, শ্রম আইন, আয়কর অধ্যাদেশ লংঘন পেয়েছে নিরীক্ষক।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এ তথ্য জানিয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, এমারেল্ড অয়েল কর্তৃপক্ষ ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাবের গত ৩০ জুন ব্যাংকে ৬ কোটি ৩৭ লাখ ৯০ হাজার ৪৫১ টাকা আছে বলে উল্লেখ করেছে। কিন্তু নিরীক্ষক এই অর্থের সত্যতা যাচাইয়ে ব্যাংকগুলো থেকে ২৪ হাজার ৫৬২ টাকার ঘাটতি পেয়েছে। যে কোম্পানি কর্তৃপক্ষ গতবছরও ব্যাংকে যে পরিমাণ অর্থ ছিল, তার চেয়ে ৬২ হাজার ৭০৮ টাকা অ্যাকাউন্টসে বেশি দেখিয়েছিল।

এই কোম্পানি কর্তৃপক্ষ ভাড়া নিয়ে দুটি অফিস ব্যবহার করে। যা নিয়ে ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড (আইএফআরএস)-১৬ লংঘন করেছে। এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের বেতনাদি দেওয়া নিয়ে আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ১০৮ ধারা ও ১০৮এ ধারা লংঘন করেছে।

এমারেল্ড কর্তৃপক্ষ নিরীক্ষককে সর্বশেষ ট্যাক্স অ্যাসেসমেন্ট স্ট্যাটাস দেয়নি। যাতে নিরীক্ষক কোম্পানিটির প্রকৃত ট্যাক্সজনিত দায়ের পরিমাণ নির্ণয় করতে পারেনি। যে কোম্পানিটি ২০১৪-১৫ অর্থবছর থেকে ট্যাক্স রিটার্ন দাখিল করে না।

আরও পড়ুন.....এমারেল্ড অয়েলে কোটি কোটি টাকার ভূয়া সম্পদ

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ি, কোম্পানি কর্তৃপক্ষ ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করেছে। কিন্তু কোম্পানি কর্তৃপক্ষ ২০১৫-১৬ অর্থবছর থেকে এই ফান্ড বিতরন করেনি।

নিরীক্ষক জানিয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ৫২ এর ১৬ রুল অনুযায়ি, কিছু ক্ষেত্রে উৎসে কর কর্তন করা উচিত। কিন্তু প্রযোজ্য এমন অধিকাংশ ক্ষেত্রে কোম্পানি কর্তৃপক্ষ উৎসে কর কর্তন করেনি।

শ্রম আইন ২০০৬ সালের ২৭(৪) ধারা অনুযায়ি, স্থায়ী কর্মীদের জন্য গ্র্যাচুইটি ফান্ড গঠন করা উচিত। কিন্তু এমারেল্ড অয়েল কর্তৃপক্ষ তা করেনি।

উল্লেখ্য, ২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৯ কোটি ৭১ লাখ টাকা। এরমধ্যে ৬১.৭৪ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) বিনিয়োগকারীদের হাতে। শনিবার (২৫ নভেম্বর) এ কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৯৭.৫০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে