ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ডিএসইকে পাত্তা দিল না লোকসানি খুলনা প্রিন্টিং

২০২৩ নভেম্বর ২৭ ০৮:২৬:০০
ডিএসইকে পাত্তা দিল না লোকসানি খুলনা প্রিন্টিং

শেয়ারবাজারে তালিকাভুক্ত লোকসানি ও উৎপাদন বন্ধ কোম্পানি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। যার কারন জানতে চিঠি দেওয়া হলেও খুলনা প্রিন্টিং কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, লোকসানি খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে গত ২২ নভেম্বর মেইল এবং কাগজে চিঠি পাঠায় ডিএসই কর্তৃপক্ষ। কিন্তু খুলনা প্রিন্টিং কর্তৃপক্ষ কোন প্রতিউত্তর করেনি।

উল্লেখ্য, লোকসানি খুলনা প্রিন্টিংয়ের গত ২৯ অক্টোবর শেয়ার দর ছিল ৯.৮০ টাকায়। যা ২৬ নভেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ২৩.১০ টাকায়। অর্থাৎ গত ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ১৩.৩০ টাকা বা ১৩৬ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে