ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

মূলধনের ৮ গুণের বেশি লোকসান

১.৭০ কোটি টাকার কোম্পানির সম্পদের চেয়ে ৮৯ কোটি টাকার দায় বেশি

২০২৩ নভেম্বর ২৮ ১১:২৬:২৩
১.৭০ কোটি টাকার কোম্পানির সম্পদের চেয়ে ৮৯ কোটি টাকার দায় বেশি

শেয়ারবাজারে তালিকাভুক্ত জুট স্পিনার্সের ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় বড় লোকসান হয়েছে। যে লোকসান কোম্পানিটির পরিশোধিত মূলধনের ৮ গুণেরও বেশি। এছাড়া ৫২ গুণের বেশি নিট দায়ের পরিমাণ। তারপরেও ধ্বংস হয়ে যাওয়া জুট স্পিনার্স স্বল্প মূলধনী হওয়ায় শেয়ার দর মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির থেকে এগিয়ে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৮৩.৭৮) টাকা। এ হিসাবে ১ কোটি ৭০ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির নিট লোকসান হয়েছে ১৪ কোটি ২৪ লাখ টাকা।

এর আগে ২০২১-২২ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি (৪৪.৮৪) টাকা করে মোট ৭ কোটি ৬২ লাখ টাকার লোকসান হয়েছিল।

এ কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে গত ৩০ জুন ঋণাত্মক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে (৫২২.১৯) টাকায়। অর্থাৎ কোম্পানিটির সম্পদের চেয়ে ৮৮ কোটি ৭৭ লাখ টাকা দায়ের পরিমাণ বেশি।

এছাড়া কোম্পানিটিতে শ্রমিক জটিলতা, পাওনাদারদের টাকা পরিশোধে অক্ষমতা, নতুন পণ্য উন্নয়নে অর্থায়নে অক্ষমতা, উৎপাদনে ব্যাঘাত, ঋণের শর্ত পরিপালনের অক্ষমতা, নতুন প্রতিযোগিদের আগমন, মূল ম্যানেজমেন্টের অপর্যাপ্ততা এবং পরিচালন নগদ প্রবাহের সমস্যা রয়েছে। এছাড়া জনতা ব্যাংক ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি টাকা আদায়ে আইনগত পদক্ষেপ নিয়েছে। এসব সমস্যায় জর্জরিত থাকা জুট স্পিনার্সের ব্যবসা চালিয়ে যাওয়া নিয়ে খুবই সন্দেহ প্রকাশ করেছেন নিরীক্ষক।

ধ্বংস হয়ে যাওয়া জুট স্পিনার্সের সোমবার (২৭ নভেম্বর) লেনদেন শেষে দাঁড়িয়েছে ৩৪২.৫০ টাকায়। এমন একটি কোম্পানিতেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ২৩.২০ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে