ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ঢাকা ডাইংয়ের কোটি কোটি টাকার সম্পদের সত্যতা নেই

২০২৩ আগস্ট ০৯ ১১:৫৬:০৮
ঢাকা ডাইংয়ের কোটি কোটি টাকার সম্পদের সত্যতা নেই

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি কর্তৃপক্ষ ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাবে ৪৭১ কোটি ৪৮ লাখ টাকার স্থায়ী সম্পদ আছে বলে উল্লেখ করেছে। কিন্তু স্থায়ী সম্পদের সঠিক ম্যানেজমেন্ট সিস্টেমের অভাব বা রেজিস্টার রক্ষণাবেক্ষন না করায় ওই সম্পদের সত্যতা যাচাই করা যায়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।

কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, শ্রম আইন অনুযায়ি ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) অর্থ বছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে বিতরন করা বাধ্যতামূলক। কিন্তু কোম্পানিটিতে কয়েক বছরের ৮ কোটি ১২ লাখ ৯ হাজার ৯৯ টাকার ডব্লিউপিপিএফ রয়েছে। কিন্তু বিধান অনুযায়ি বিতরন করেনি।

উল্লেখ্য, ২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ঢাকা ডাইংয়ের পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৭ কোটি ১৫ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৬৯.৯০ শতাংশ। কোম্পানিটির সোমবার (০৭ আগস্ট) শেয়ার দর দাঁড়িয়েছে ১৩.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে