ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

সচেতন হতে হবে বিনিয়োগকারীদের

বোতাম রেখে ট্যানারি ব্যবসা করবে ইমাম বাটন

২০২৩ ডিসেম্বর ০৫ ১০:১৮:২৯
বোতাম রেখে ট্যানারি ব্যবসা করবে ইমাম বাটন

শেয়ারবাজারে তালিকাভুক্ত দূর্বল ও বোতাম ব্যবসায়ী ইমাম বাটনের পরিচালনা পর্ষদ ট্যানারি ব্যবসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যা কোম্পানির কারখানায় শুরু করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তবে ইমাম বাটনের এমন খবরে সচেতন হতে হবে বিনিয়োগকারীদের। কারন এটি একটি গেম্বলিং আইটেম। এ জাতীয় দূর্বল ও গেম্বলিং কোম্পানিগুলো বিভিন্ন ধরনের মিথ্যা মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে শেয়ার দর বৃদ্ধি বা কারসাজির উদ্দেশ্যে।

ডিএসই জানিয়েছে, ট্যানারি ব্যবসা শুরু করতে ১১ কোটি ৫৫ লাখ টাকা দরকার হবে। এতে কোম্পানি প্রাথমিকভাবে ৪ কোটি ২৫ লাখ টাকা বিনিয়োগ করবে। পরে ধাপে ধাপে ৭ কোটি ৩০ লাখ টাকা বিনিয়োগ করবে। যে ব্যবসা থেকে বাৎসরিক ২ কোটি টাকা মুনাফা হবে বলে আশা করছে ইমাম বাটন কর্তৃপক্ষ।

এই ব্যবসা শুরু করতে কারখানার জন্য ১৯ হাজার ৫০০ স্কয়ার ফিট জায়গা লাগবে। এছাড়া অফিসের জন্য লাগবে ১ হাজার স্কয়ার ফিট।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে