ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

২০২৩ ডিসেম্বর ০৭ ১৫:৩৫:০৭
শেয়ারবাজারে মূল্যসূচকে উত্থান, লেনদেনে পতন

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে। এবং উভয় শেয়ারবাজারে কমে গেছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.০৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৫২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২.৯০ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৫০ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫২৮ কোটি ৯৬ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭৮ কোটি ৭৬ লাখ বা ১৪ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৮ টি বা ১৮.৭০ শতাংশের। আর দর কমেছে ৯২ টি বা ২৯.৬৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬০ টি বা ৫১.৬১ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৬ টির, কমেছে ৪৩ টির এবং পরিবর্তন হয়নি ১০০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৩৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে