ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

এ কোন প্রিয়তমা !

২০২৩ ডিসেম্বর ০৯ ০৯:২৬:৩৩
এ কোন প্রিয়তমা !

কলকাতার সিরিয়ালের অভিনেত্রী ইধিকা পালের গেল ঈদুল আজহায় বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ নামের সেই ছবিতে ইধিকার অভিনয় সবার মন জয় করে নেয়। ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তির পর এই নায়িকা সবার ‘প্রিয়তমা’ হয়ে ওঠেন। ছবি মুক্তির পর ইধিকা যেখানে গেছেন, প্রিয়তমা হিসেবে ভালোবাসা পেয়েছেন।

ইধিকাও কলকাতার গণমাধ্যমে বলেছেন, ‘এ অনুভূতি আমি বুঝিয়ে বলতে পারব না। সবাই আমাকে প্রিয়তমা বলে ডাকছে। এমন মনে হচ্ছে, যেন আমিই সবার প্রিয়তমা। বাংলাদেশের সব জায়গাতে আমাকে নিয়ে লেখালেখি হচ্ছে, আলোচনা হচ্ছে—এই প্রাপ্তি আমার কাছে অমূল্য।’

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসতে না আসতেই ইধিকা পালের ফেসবুক ও ইনস্টাগ্রামের অনুসারী বাড়তে থাকে। বিভিন্ন সময়ে দেওয়া সাক্ষাৎকারে তা জানিয়েছেনও। শাকিব খানের ভক্তরাও নিয়মিত অনুসরণ করেন এই নায়িকাকে। তাঁরা গত মঙ্গলবার রাতে ইনস্টাগ্রামে পোস্ট হওয়া কয়েকটি স্থিরচিত্র দেখে বড় ধাক্কা খেয়েছেন ভক্তরা। ইধিকাকে এমন খোলামেলাভাবে তাঁরা মেনে নিতে পারছিলেন না। মন্তব্যের ঘরেও সেটার প্রতিফলন হয়েছে।

ইধিকা পালের ইনস্টাগ্রামে চারটি স্থিরচিত্র পোস্ট হয়। এই ছবিগুলো নজরে এসেছে ভক্তদেরও। বেশির ভাগ মন্তব্য ইধিকার বিপরীতে গেছে। কান্নার ইমোজি দিয়ে সুমন নামের একজন লিখেছেন, ‘আপনাকে তো এই পোশাকে আমরা দেখতে চাইনি। আপনাকে প্রিয়তমা হিসেবে দেখতে চেয়েছি।’ প্রিয়া দেবনাথ লিখেছেন, ‘এইগুলো আশা করিনি তোমার থেকে।’ পাখি মন্ডল নামের আরেকজন লিখেছেন, ‘এসব ড্রেস পরলে ভালো লাগছে না তোমাকে। তুমি এমনিতেই সুন্দর, তাই এ রকম ড্রেস পরো না দিদিভাই।’ ইধিকাকে মেনশন করে নাজি ইসলাম নামের একজন লিখেছেন, ‘এত ভালো ভাবছি, এত পছন্দের অভিনেত্রী ছিলেন। অবাক। আপনার পোশাকের জন্যই আপনাকে ভালো লাগত।’

‘প্রিয়তমা’ মুক্তির পর নতুন বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ইধিকা। বাংলাদেশের শরিফুল রাজের বিপরীতেও তাঁকে দেখা যাওয়ার কথা রয়েছে। সম্প্রতি কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতেও একটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর এসেছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে