ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান, লেনদেনের পতন

২০২৩ ডিসেম্বর ১৪ ১৫:৫৬:৪৫
শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান, লেনদেনের পতন

সপ্তাহের শেষ কার্যদিবস (১৪ ডিসেম্বর) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের উত্থান হয়েছে এবং দেশের উভয় শেয়ারবাজারে কমেছে লেনদেনের পরিমান।আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৬ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১.০০ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৪৮১ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৬৯ কোটি ৬৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২৮৮ কোটি ৫৫ লাখ টাকার বা ৫৯ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৩টি বা ১৮.৬৩ শতাংশের। আর দর কমেছে ১১১টি বা ৩২.৮৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬৪টি বা ৪৮.৫২ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৮টির, কমেছে ৫৩টির এবং পরিবর্তন হয়নি ৭৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫.৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৮৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে