ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাঁধাহীন ব্যবসা পরিচালনায় শেয়ার ইস্যু করতে চায় হাক্কানি পাল্প

২০২৩ ডিসেম্বর ১৯ ১০:৩৭:২১
বাঁধাহীন ব্যবসা পরিচালনায় শেয়ার ইস্যু করতে চায় হাক্কানি পাল্প

বাঁধাহীন ব্যবসা পরিচালনার লক্ষ্যে শেয়ারবাজারে তালিকাভুক্ত হাক্কানি পাল্প অ্যান্ড পেপার মিলসের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি বিদ্যমান শেয়ারহোল্ডারদের মধ্যে অভিহিত মূল্যে ১ কোটি ৬০ লাখ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করা হবে। যা দিয়ে চলতি মূলধন বৃদ্ধি ও বাণিজ্যিক কার্যক্রম ভালোভাবে চালাতে ব্যবহার করা হবে।

বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর পরবর্তী কার্যক্রম শুরু করবে কোম্পানিটি।

এলক্ষ্যে ১ ফেব্রুয়ারি ইজিএম অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহনের জন্য শেয়ারহোল্ডার নির্ধারনে ৯ জানুয়ারি রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে