ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

নির্বাচনে যুক্তরাষ্ট্রের অসন্তোষে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক

২০২৪ জানুয়ারি ০৯ ১৫:০৮:০৭
নির্বাচনে যুক্তরাষ্ট্রের অসন্তোষে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। যাতে দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মধ্যে নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে তৈরী হয়েছে আতঙ্ক। যে কারনে জাতীয় নির্বাচন পরবর্তী প্রথমদিন দেশের শেয়ারবাজারে মূল্যসূচক বাড়লেও ২য় দিনেই তা ধরে রাখা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে তারা উদ্বিগ্ন।

যুক্তরাষ্ট্রের এমন উদ্বেগ প্রকাশের পর মঙ্গলবার শেয়ারবাজারে উত্থান ধরে রাখা সম্ভব হয়নি। যদিও আগের দিন বড় উত্থানের মাধ্যমে ইতিবাচকতার ইঙ্গিত দিয়েছিল। আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৬৮ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ২৫ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৪৯৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৪১ কোটি ১৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫৪ কোটি ২৬ লাখ টাকার বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৩ টি বা ১৫.৩২ শতাংশের। আর দর কমেছে ১১০ টি বা ৩১.৭৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮৩ টি বা ৫২.৮৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫১ টির, কমেছে ৪২ টির এবং পরিবর্তন হয়নি ৭৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৮১ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ১০ কোটি টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১৮৫৬৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে