ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে সব ক্ষেত্রে উত্থান

২০২৪ জানুয়ারি ১০ ১৪:৫৮:২১
শেয়ারবাজারে সব ক্ষেত্রে উত্থান

বুধবার (১০ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে সব মূল্যসূচকের উত্থান হয়েছে। এছাড়া বেড়েছে লেনদেনের পরিমাণ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৮৫ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ২ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ৫০৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৯৫ কোটি ৪০ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৮ লাখ টাকার বা ৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৪১ টি বা ৪০.৮৭ শতাংশের। আর দর কমেছে ২৭ টি বা ৭.৮৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৭ টি বা ৫১.৩০ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯ টির, কমেছে ২৬ টির এবং পরিবর্তন হয়নি ৬৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬২৭ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১৮৫৮১ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে