ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে লেনদেনে বড় উত্থান

২০২৪ জানুয়ারি ১১ ১৫:০৮:৩০
শেয়ারবাজারে লেনদেনে বড় উত্থান

সপ্তাহের শেষ দিন (১১ জানুয়ারি) দেশের শেয়ারবাজারে লেনদেনে বড় উত্থান হয়েছে। একইসঙ্গে বেড়েছে মূল্যসূচক।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩০২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৭ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ৭৫২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০৮ কোটি ৪৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ২৪৪ কোটি ৩৭ লাখ টাকার বা ৪৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৭ টি বা ৩২.৯৬ শতাংশের। আর দর কমেছে ৬০ টি বা ১৬.৯০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৮ টি বা ৫০.১৪ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৪ টির, কমেছে ৪৪ টির এবং পরিবর্তন হয়নি ৮২ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৬৬৫ পয়েন্টে।

আগেরদিন সিএসইতে ৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল ১৮৬২৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে