ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আটশো কোটি ছাড়াল লেনদেন

২০২৪ জানুয়ারি ১৬ ১৫:৫৮:৩৭
আটশো কোটি ছাড়াল লেনদেন

মঙ্গলবার (১৬ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থান হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ছাড়িয়েছে ৮০০ কোটির উপরে।এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমানও ।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৩১ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৫.২৬ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৮০০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৭৪ কোটি ২৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৫৭ লাখ টাকার বা ১৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৭ টি বা ২৭.৭৯ শতাংশের। আর দর কমেছে ৭৯ টি বা ২২.৬৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৩ টি বা ৪৯.৫৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ৯ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫ টির, কমেছে ৪৫ টির এবং পরিবর্তন হয়নি ৮৫ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৭৩৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে