ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফ্লোর প্রাইস প্রত্যাহারে উৎকণ্ঠার মধ্য দিয়ে শুরু লেনদেন

২০২৪ জানুয়ারি ২১ ০৯:৫৩:৩১
ফ্লোর প্রাইস প্রত্যাহারে উৎকণ্ঠার মধ্য দিয়ে শুরু লেনদেন

অবশেষে শেয়ারবাজারের স্বার্থে এবং বিতর্কের মুখে দেড় বছর পর ফ্লোর প্রাইস (সর্বনিম্ন সীমা) তুলে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা শেয়ারবাজারের জন্য কাঁটা হয়ে ছিল। কিন্তু দীর্ঘদিন ফ্লোর প্রাইস দিয়ে কৃত্রিমভাবে কিছু কোম্পানির শেয়ার দর ধরে রাখা হয়েছিল, যেগুলোতে অনেক বিক্রেতা ছিল। তাই সেসব কোম্পানির বিনিয়োগকারীদের মধ্যে ফ্লোর তুলে নেওয়ায় তৈরী হয়েছে উৎকণ্ঠা।

বিএসইসির নির্দেশনা অনুযায়ি, রবিবার থেকে ফ্লোর উঠে গেছে। তবে ৩৫টি বড় মূলধনী কোম্পানি ও গেম্বলিং আইটেমে ফ্লোর থাকবে। এরমধ্যে বড় মূলধনী দর পতনে সূচকে বড় নেতিবাচক প্রভাব পড়ার হাত থেকে রক্ষা করতে এমনটি করা হয়েছে। আর গেম্বলারদের স্বার্থ রক্ষায় সোনালি পেপার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের মতো কিছু কোম্পানিতে ফ্লোর বহাল রাখা হয়েছে।

শেয়ারবাজারে লাগাতার পতন ঠেকাতে না পেরে, গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে। এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালের জুলাইয়ে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এ পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনায় পড়ে নিয়ন্ত্রক সংস্থা।

কমিশনের ওই ফ্লোর প্রাইসের ভুল সিদ্ধান্তের কারনে অনেক কোম্পানির দর যোগ্যতা অনুযায়ি কমেনি। যা কৃত্রিমভাবে ধরে রাখা হয়েছিল। ফলে ওইসব শেয়ারে বিক্রেতা ছিল, কোন ক্রেতা ছিল না। এখন ফ্লোর তুলে দেওয়ায় সেগুলোর দর পতন হবে স্বাভাবিক। এ কারনেই ফ্লোর প্রাইসে থাকা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করা বিনিয়োগকারীদের মধ্যে উৎকন্ঠা।

তবে কমিশন এমন পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করছে বলে জানা গেছে। এক্ষেত্রে তারা ক্রেতা বাড়ানোর চেষ্টা করবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে