ঢাকা, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফ্লোর প্রাইস প্রত্যাহারে শেয়ারবাজারে বড় পতন

২০২৪ জানুয়ারি ২১ ১৫:১২:০০
ফ্লোর প্রাইস প্রত্যাহারে শেয়ারবাজারে বড় পতন

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরে প্রথম কার্যদিবস রবিবার (২১ জানুয়ারি ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়েছে। এদিন লেনদেনে ৬ মিনিটের মাথায় ২১৪ পয়েন্ট কমে যায়। তবে ধীরে ধীরে এ পতনের পরিমাণ কমে অর্ধেকে নেমে আসে।

এদিন সকাল ১০টা ০৬ মিনিটে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৪ পয়েন্ট কমে ৬১২২ পয়েন্ট নেমে আসে। ওইসময় ২৭১টি কোম্পানির দর পতন হয়। দর বাড়ে মাত্র ৭টির। আর লেনদেন হয় ৩১ কোটি ১৬ লাখ টাকার।

তবে সময়ের সাথে সাথে সূচকের পতন কমে এসেছে। এদিন লেনদেন শেষে ডিএসইএক্স পতন কমে এসেছে ৯৭ পয়েন্টে। তবে দর পতনে কোম্পানির সংখ্যা বেড়ে হয়েছে ২৯৬টি। আর দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা ৭টি থেকে বেড়ে ৫৪টি হয়েছে।

বিএসইসির নির্দেশনা অনুযায়ি, রবিবার থেকে ফ্লোর উঠে গেছে। তবে ৩৫টি বড় মূলধনী কোম্পানি ও কিছু গেম্বলিং আইটেমে ফ্লোর রাখা হয়েছে। এরমধ্যে বড় মূলধনী কোম্পানির দর পতনে সূচকে বড় নেতিবাচক প্রভাব পড়ার হাত থেকে রক্ষা করতে এমনটি করা হয়েছে। আর গেম্বলারদের স্বার্থ রক্ষায় সোনালি পেপার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের মতো কিছু কোম্পানিতে ফ্লোর বহাল রাখা হয়েছে।

রবিবার ডিএসইতে ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৩৭ কোটি ১১ লাখ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৮ কোটি ২৪ লাখ টাকার বা ৮ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৪টি বা ১৩.৯৯ শতাংশের। আর দর কমেছে ২৯৬টি বা ৭৬.৬৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৬টি বা ৯.৩৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৮টির এবং পরিবর্তন হয়নি ১৯টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৭৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৩২৯ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে