ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ফ্লোর প্রত্যাহারের ২য় দিনেই ঘুরে দাড়াল শেয়াররবাজার

২০২৪ জানুয়ারি ২২ ১৬:৩০:৪৫
ফ্লোর প্রত্যাহারের ২য় দিনেই ঘুরে দাড়াল শেয়াররবাজার

ফ্লোর প্রাইস প্রত্যাহারের পরে প্রথম কার্যদিবস রবিবার (২১ জানুয়ারি ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় পতন হয়। তবে ২য় দিনেই ঘুরে দাড়িয়েছে শেয়ারবাজার। লেনদেন ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা।

সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েন্ট। যা গতকাল কমেছিল ৯৭ পয়েন্ট।

বিএসইসির নির্দেশনা অনুযায়ি, রবিবার থেকে ফ্লোর উঠে গেছে। তবে ৩৫টি বড় মূলধনী কোম্পানি ও কিছু গেম্বলিং আইটেমে ফ্লোর রাখা হয়েছে। এরমধ্যে বড় মূলধনী কোম্পানির দর পতনে সূচকে বড় নেতিবাচক প্রভাব পড়ার হাত থেকে রক্ষা করতে এমনটি করা হয়েছে। আর গেম্বলারদের স্বার্থ রক্ষায় সোনালি পেপার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের মতো কিছু কোম্পানিতে ফ্লোর বহাল রাখা হয়েছে।

সোমবার ডিএসইতে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫৮৮ কোটি ৮৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৫৩ কোটি ৩৫ লাখ টাকার বা ৭৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২০৭টি বা ৫২.৮১ শতাংশের। আর দর কমেছে ১৪৫টি বা ৩৬.৯৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪০টি বা ১০.২০ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ২১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৩টির, কমেছে ১১৮টির এবং পরিবর্তন হয়নি ২৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮২৩৫ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে