ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ডিএসইতে লেনদেন ছাড়ালো এগারোশো কোটি

২০২৪ জানুয়ারি ২৩ ১৫:২৪:৪৭
ডিএসইতে লেনদেন ছাড়ালো এগারোশো কোটি

মঙ্গলবার (২৩ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১.৯৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৭৬ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৪.০৫ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ১৭৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৪২ কোটি ২২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৩৪ কোটি ৭৩ লাখ বা ১২ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৬ টি বা ৩২.০৬ শতাংশের। আর দর কমেছে ২২৭ টি বা ৫৭.৭৬ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪০ টি বা ১০.১৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৬ টির, কমেছে ১৫০ টির এবং পরিবর্তন হয়নি ১৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৬.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮১৫৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে