ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

রাইট ইস্যু করবে বার্জার পেইন্টস : সাধারন শেয়ারহোল্ডাররা পাবে ১:১

২০২৪ জানুয়ারি ২৫ ১৮:০১:১৭
রাইট ইস্যু করবে বার্জার পেইন্টস : সাধারন শেয়ারহোল্ডাররা পাবে ১:১

শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ফ্রি ফ্লোট বা উদ্যোক্তা/পরিচালকদের বাহিরে সাধারন বিনিয়োগকারীদের কমপক্ষে ১০ শতাংশ শেয়ারের মালিকানা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। যেখানে উদ্যোক্তা/পরিচালকদের রাইট শেয়ারও সাধারন বিনিয়োগকারীদের নেওয়ার সুযোগ দেওয়া হবে।

বার্জার পেইন্টসের পর্ষদ ১৭টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে প্রতিটি শেয়ার ১৩৭৬ টাকা করে (প্রিমিয়াম ১৩৬৬ টাকা) করে ইস্যু করতে চায়।

কোম্পানিটি মোট ২৭ লাখ ২৮ হাজার ১১১টি রাইট শেয়ার ইস্যু করবে। এরমধ্যে কোম্পানিটির ৯৫% মালিকানার জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্ট এশিয়া ২৫ লাখ ৯১ হাজার ৬৯১টি রাইট শেয়ারের অধিকারী। তবে এরমধ্য থেকে ২১ লাখ ৮২ হাজার ৭২০টি সাধারন শেয়ারহোল্ডারদের এবং ৪ লাখ ৮ হাজার ৯৭১টি কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের দেবে।

এতে করে সাধারন শেয়ারহোল্ডাররা ১৭টির বিপরীতে ১টি এবং জেঅ্যান্ডএন ইনভেস্টমেন্টের ১৬টিসহ মোট ১৭টি রাইট শেয়ার নিতে পারবে। এরমাধ্যমে বার্জার পেইন্টসের ফ্রি ফ্লোট শেয়ার দাঁড়াবে ১০.২৮%।

রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৩৭৫ কোটি টাকা সংগ্রহ করা হবে। যা দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ৩য় কারখানায় অর্থায়ন করা হবে।

উল্লেখ্য, ৪৬ কোটি ৩৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের বার্জার পেইন্টসের প্রতিটি শেয়ারের বাজার দর রয়েছে ১৯৯৫.৪০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে