ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মূল্যসূচকের টানা পতন

২০২৪ জানুয়ারি ২৮ ১৫:৫১:৩৭
মূল্যসূচকের টানা পতন

রবিবার (২৮ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৭.৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৭৯ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৭০.২৪ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৮৮০ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৭০ কোটি ৯১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯ কোটি ৭১ লাখ বা ১.১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৭ টি বা ১৪.৪৬ শতাংশের। আর দর কমেছে ৩১১ টি বা ৭৮.৯৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৬ টি বা ৬.৫৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৩ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭০ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৪৮ টির, কমেছে ২০৮ টির এবং পরিবর্তন হয়নি ১৪ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬৫.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭২৮৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে