ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে উত্থান

২০২৪ ফেব্রুয়ারি ০১ ১৫:৩৫:০২
শেয়ারবাজারে উত্থান

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৬৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২১৩ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৩.১২ পয়েন্ট।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ১২২ কোটি ৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৯৭৯ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ১৪২ কোটি ৩৮ লাখ বা ১৪.৫৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৭১ টি বা ৬৮.৭৮ শতাংশের। আর দর কমেছে ৭১ টি বা ১৮.০২ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫২ টি বা ১৩.১৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুহস্পতিবার ১৭ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৭৭ টির, কমেছে ৬৬ টির এবং পরিবর্তন হয়নি ৩০ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৪২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে