ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

মুন্নু সিরামিকে লভ্যাংশের অর্থ নিয়ে নয়-ছয়

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ০৮:৫৯:৩০
মুন্নু সিরামিকে লভ্যাংশের অর্থ নিয়ে নয়-ছয়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক কর্তৃপক্ষ শেয়ারহোল্ডারদের লভ্যাংশের অর্থ নিয়ে নয়-ছয় করেছে। তারা লভ্যাংশ যেমন পৃথক হিসাবে রাখেনি, একইভাবে যে পরিমাণ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের দিয়েছে, তার চেয়ে বেশি প্রদানের দাবি করেছে।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাবে এ তথ্য জানিয়েছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, ঢাকা স্টক এক্সচেঞ্জ রেগুলেশনস ২০১৫ এর ধারা ২৮(১) অনুযায়ি তালিকাভুক্ত কোম্পানিতে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ একটি পৃথক ব্যাংক হিসাবে জমা রাখতে হবে। কিন্তু মুন্নু সিরামিকে ৪১ লাখ ৭৩ হাজার টাকার অবন্টিত লভ্যাংশ বা শেয়ারহোল্ডারদের লভ্যাংশবাবদ পাওনা থাকলেও এ সংক্রান্ত ব্যাংক হিসাবে রয়েছে মাত্র ২০ লাখ ১৬ হাজার টাকা। এক্ষেত্রে ঘাটতির পরিমাণ ২১ লাখ ৫৭ হাজার টাকা।

কোম্পানি কর্তৃপক্ষ ২০২২-২৩ অর্থবছরে স্ট্যাবিলাইজেশন ফান্ডে ১ লাখ ১১ হাজার টাকাসহ মোট ১ কোটি ৭৯ লাখ ৭৬ হাজার টাকার প্রদান করেছে বলে আর্থিক হিসাবে উল্লেখ করেছে। কিন্তু নিরীক্ষক এ সংক্রান্ত ব্যাংক হিসাবে লভ্যাংশ প্রদানের পরিমাণ পেয়েছে ১ কোটি ৫৩ লাখ ৯২ হাজার টাকা।

আরও পড়ুন.....

আছিয়া ফুডসের ৫৭ লাখ টাকা আয়ের সত্যতা পায়নি নিরীক্ষক

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটি থেকে ১০ শতাংশ হিসাবে (উদ্যোক্তা/পরিচালক ছাড়া) ১ কোটি ৯৫ লাখ ৪ হাজার টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। যা ইক্যুইটির পরিবর্তন হিসাবে দেখানো হয়েছে। কিন্তু লভ্যাংশ সংক্রান্ত ব্যাংক হিসাবে জমা দেওয়া হয় ১ কোটি ৫১ লাখ ৯১ হাজার টাকা। এই কোম্পানি কর্তৃপক্ষ ব্যাংকের ৯১ লাখ ৯৯ হাজার টাকা রয়েছে বলে আর্থিক হিসাবে দেখিয়েছে। তবে এরমধ্যে মুন্নু জুটেক্স ইন্ডাস্ট্রিজের ৪টি ব্যাংক হিসাবে ৮ লাখ ৯২ হাজার টাকা ও মুন্নু প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর ২টি ব্যাংক হিসাবে ১ লাখ ১৫ হাজার টাকা রয়েছে। যেগুলো ২০১১ সালের ২১ নভেম্বর মুন্নু সিরামিকের সঙ্গে মার্জার হয়েছে।

উল্লেখ্য, ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মুন্নু সিরামিকের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩৭ কোটি ৭২ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা বাকি ৫৭.৫৩ শতাংশ। শনিবার (০৪ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৯১.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে