ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে টানা উত্থান : লেনদেন ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

২০২৪ ফেব্রুয়ারি ০৫ ১৪:৫৫:৩২
শেয়ারবাজারে টানা উত্থান : লেনদেন ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ

আগের কার্যদিবসের মতো সোমবারও (০৫ ফেব্রুয়ারি) উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সাথে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন ১৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে।

আজ ডিএসইতে ১ হাজার ৬৫৪ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত ১৬ মাস বা ২০২২ সালের ২৬ সেপ্টেম্বরের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ওই বছরের ২৫ সেপ্টেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকার।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪১.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩২২ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৬৬.৭৪ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ১ হাজার ৬৫৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৫৮০ কোটি ৪১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৩৮ লাখ বা ৪.৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৬১ টি বা ৬৬.০৭ শতাংশের। আর দর কমেছে ৯৩ টি বা ২৩.৫৪ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪১ টি বা ১০.৩৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৯২ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৮৭ টির, কমেছে ৭২ টির এবং পরিবর্তন হয়নি ৩৩ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮৭.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮০৩২ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে