ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

দুই বছর ধরে কারখানা বন্ধ : রয়েছে ১১০০ কোটি টাকার দায়

২০২৩ আগস্ট ১৭ ০৯:৫৬:৫০
দুই বছর ধরে কারখানা বন্ধ : রয়েছে ১১০০ কোটি টাকার দায়

শেয়ারবাজারে তালিকাভুক্ত এ্যাপোলো ইস্পাতের কারখানা দুই বছর ধরে বন্ধ রয়েছে বলে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে। যা ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এছাড়া কোম্পানিটি অনেক আর্থিকভাবে জটিলতায় রয়েছে বলে জানানো হয়েছে। যেখানে সুদসহ ৯০০ কোটি টাকার আর্থিক দায় রয়েছে। এছাড়া অন্যান্য দায় রয়েছে ২০০ কোটি টাকার।

উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া এ্যাপোলো ইস্পাতের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০১ কোটি ৩১ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৭৯.৭৬ শতাংশ। কোম্পানিটির বুধবার (১৬ আগস্ট) শেয়ার দর দাঁড়িয়েছে ৮.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে