ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

সর্বোচ্চ ইপিএস যমুনা অয়েলের : উত্থানে ওয়ালটন

২০২৪ ফেব্রুয়ারি ০৭ ০৯:১০:০১
সর্বোচ্চ ইপিএস যমুনা অয়েলের : উত্থানে ওয়ালটন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : সম্প্রতি শেয়ারবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিং কোম্পানিগুলোর ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের আর্থিক হিসাব প্রকাশ করা হয়েছে। যেখানে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) অর্জনে সবার উপরে রয়েছে যমুনা অয়েল কোম্পানি। এ কোম্পানিটির আগের অর্থবছরের প্রথমার্ধের চেয়ে ২১ শতাংশ ইপিএস বেড়েছে।

শীর্ষ ইপিএসের কোম্পানিগুলোর মধ্যে কিছু কোম্পানির আগের অর্থবছরের থেকে মুনাফা বেড়েছে, কিছু কোম্পানির কমেছে।

সবচেয়ে বেশি ইপিএস অর্জন করা যমুনা অয়েলের ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধে ইপিএস হয়েছে ১৮.৪৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের প্রথমার্ধে হয়েছিল ১৫.২৭ টাকা।

এদিকে দ্বিতীয় সর্বোচ্চ ইপিএস হয়েছে মেঘনা পেট্রোলিয়ামের। এ কোম্পানিটির আগের অর্থবছরের প্রধমার্ধের ১৭.০৪ টাকার ইপিএস বেড়ে হয়েছে ১৭.৪৮ টাকা। আর ৩য় সর্বোচ্চ ইপিএস অর্জন করেছে রেনাটা। তবে কোম্পানিটির আগের অর্থবছরের প্রথমার্ধের ১৮.২৮ টাকার ইপিএস ৯ শতাংশ কমে হয়েছে ১৬.৫৭ টাকা।

আরও পড়ুন....

লোকসানে নেমেছে ২৪ কোম্পানি

মুনাফায় ফিরেছে ১৯ কোম্পানি

চলতি অর্থবছরের প্রথমার্ধে ১৪ কোম্পানির ইপিএস ৬ টাকার বেশি হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে আগের অর্থবছরের তুলনায় সবচেয়ে বেশি হারে ইপিএস বেড়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের। এ কোম্পানিটির আগের অর্থবছরের প্রথমার্ধের ০.৪৭ টাকার ইপিএস ২২৯১ শতাংশ বেড়ে চলতি অর্থবছরের প্রধমার্ধে হয়েছে ১১.২৪ টাকা।

নিম্নে চলতি অর্থবছরের প্রধমার্ধে ৬ টাকার বেশি ইপিএস অর্জন করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

(অর্থ বাণিজ্য/০৭ ফেব্রুয়ারি, ২০২৪)

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে