ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

১৫ মাসের মধ্যে সর্বোচ্চ সূচক, সাড়ে ১৬ মাসের মধ্যে লেনদেন

২০২৪ ফেব্রুয়ারি ০৮ ১৫:৪৯:১৯
১৫ মাসের মধ্যে সর্বোচ্চ সূচক, সাড়ে ১৬ মাসের মধ্যে লেনদেন

ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর শুরুতে দর পতন হলেও গত কয়েকদিন ধরে টানা উত্থানে রয়েছে শেয়ারবাজার। যেভাবে বাড়ছে মূল্যসূচক, পাল্লা দিয়ে বাড়ছে লেনদেনের পরিমাণ। যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স মূল্যসূচক ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। আর লেনদেন বিগত সাড়ে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চতে উঠেছে।

অথচ ফ্লোর প্রাইস দিয়ে শেয়ারবাজারকে দীর্ঘদিন পঙ্গু করে রেখে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা তুললে শেয়ারবাজারে অনেক পতন হবে বলে ভয়ে ছিল কমিশন। যা ভুল প্রমাণিত হয়েছে ফ্লোর তুলে দেওয়ার মধ্য দিয়ে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গত সাড়ে ১৬ মাস বা ২০২২ সালের ২১ সেপ্টেম্বরের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ওই বছরের ২০ সেপ্টেম্বর আজকের চেয়ে বেশি লেনদেন হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩২ কোটি ৩১ লাখ টাকার।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৭৩ পয়েন্টে। এর মাধ্যমে সূচকটি ২০২২ সালের ৯ নভেম্বর বা বিগত ১৫ মাসের মধ্যে সর্বোচ্চ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২১০টি বা ৫৩.৩০ শতাংশের। আর দর কমেছে ১৪০টি বা ৩৫.৫৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৪৪টি বা ১১.১৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ৩৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৫১টির, কমেছে ১২০টির এবং পরিবর্তন হয়নি ৩২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮২৯৬ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে