ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দুই কোম্পানি দেবে ২২২৮ কোটি টাকার নগদ লভ্যাংশ

২০২৪ ফেব্রুয়ারি ১১ ০৯:২১:৫১
দুই কোম্পানি দেবে ২২২৮ কোটি টাকার নগদ লভ্যাংশ

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন ও বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় শেয়ারহোল্ডারদের ২ হাজার ২২৮ কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা কোম্পানি দুটির বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে প্রদান করা হবে।

শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামি ২ মে গ্রামীণফোন এবং ২৮ মার্চ বিএটিবিসির বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

গ্রামীণফোন : এ কোম্পানি থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১২৫ শতাংশ হারে শেয়ারপ্রতি ১২.৫০ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৩ সালের ব্যবসায় মোট ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

এ কোম্পানিটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ২৪.৪৯ টাকা হিসেবে ৩ হাজার ৩০৬ কোটি ৮৮ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার বা ৫১% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ১ হাজার ৬১৯ কোটি টাকা বা ৪৯% রিজার্ভে যোগ হবে।

বিএটিবিসি : এ কোম্পানিটি থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ হারে শেয়ারপ্রতি ১০ টাকা করে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এতে করে কোম্পানিটি থেকে ২০২৩ সালের ব্যবসায় মোট ৫৪০ কোটি টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

এ কোম্পানিটির ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৩৩.৩১ টাকা হিসেবে ১ হাজার ৭৮৭ কোটি ৯৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ৫৪০ কোটি টাকার বা ৩০% নগদ লভ্যাংশ বিতরন করা হবে। বাকি ১ হাজার ২৪৭ কোটি ৯৪ লাখ টাকা বা ৭০% রিজার্ভে যোগ হবে।

কোম্পানি দুটির মধ্যে গ্রামীণফোনে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ১০ শতাংশ। আর বিএটিবিসিতে মালিকানা ২৭.০৯ শতাংশ।

(অর্থ বাণিজ্য/১১ ফেব্রুয়ারি, ২০২৪)

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে