ঢাকা, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১

নিষিদ্ধ কোচ জাভিকে ছাড়াই পরের দুই ম্যাচ খেলতে হবে বার্সাকে

২০২৩ আগস্ট ১৭ ১১:৫৫:১৫
নিষিদ্ধ কোচ জাভিকে ছাড়াই পরের দুই ম্যাচ খেলতে হবে বার্সাকে

লা লিগায় মৌসুমের শুরুটা খুব একটা ভালো হয়নি বার্সেলোনার। প্রথম ম্যাচে হেতাফের বিপক্ষে জয় পাওয়া হয়নি, সঙ্গে লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে হয়েছিল কোচ জাভি হার্নান্দেজকে।

সেই লাল কার্ডের ঘটনায় এবার দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন বার্সা কোচ। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া প্রতিপক্ষকে কনুইয়ের গুঁতো দিয়ে লাল কার্ড দেখেন বার্সার ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়াও। কাদিজ ও ভিয়ারিয়ালের বিপক্ষে এই দুজনকে পাচ্ছে না বার্সেলোনা।

কলিসিয়াম আলফনসো পেরেজ স্টেডিয়ামের গোলশূন্য সেই ম্যাচে জাভি লাল কার্ড দেখেন ম্যাচের ৭০ মিনিটে। সেই সময়ে বার্সেলোনার মরোক্কান উইঙ্গার আবদে এজ্জালজুলি ফাউলের শিকার হওয়ার পর সহকারী রেফারির সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন জাভি। রেফারি এসে লাল কার্ড দেখান বার্সেলোনা কোচকে। বাকি ম্যাচটা তাই তাঁকে দেখতে হয় বক্সে বসে। সেই ম্যাচে অবশ্য দুই দলের মোট তিনজন লাল কার্ড দেখেন। এর মধ্যে রাফিনিয়ার লাল কার্ডে বার্সেলোনা ১০ জনের দলে পরিণত হয় ৪২ মিনিটে, আর হেতাফের হাইমে মাতা লাল কার্ড দেখেন ৫৭ মিনিটে। রেফারি সিজার সোতোর তাঁর প্রতিবেদনে বলছেন, তিনি বেশ কয়েকবার জাভিকে সতর্ক করেছেন। তবে জাভি তাতে কান দেননি।

নিষিদ্ধ হওয়া বার্সা কোচ পুরো ম্যাচেই রেফারি সিজার সোতোর সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন। যার ধারণা পাওয়া গেছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও। রেফারিকে ধুয়ে দিয়ে জাভি বলেছিলেন, ‘মানুষ যে ফুটবল দেখতে চায় না, সেটিই তো স্বাভাবিকই। এটাই যদি হয় আমাদের লিগের পণ্য, যেটা আমরা বিক্রি করে থাকি, তবে সেটা লজ্জাজনক। পুরোপুরি লজ্জাজনক। সবাই দেখেছে কী ঘটেছে। বলতেই হচ্ছে, আমাদের চুপ থাকা উচিত নয়।

পাঠকের মতামত:

খেলাধূলা এর সর্বশেষ খবর

খেলাধূলা - এর সব খবর



রে