ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৪ ফেব্রুয়ারি ১২ ১৪:৫৯:০৩
শেয়ারবাজারে পতন

সোমবার (১২ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২২.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৪২৪ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ৭৩.৭১ পয়েন্ট।

সোমবার ডিএসইতে ১ হাজার ৬৯৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৮৫২ কোটি ৫১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৫৯ কোটি ৩৭ লাখ টাকার বা ৮.৬০ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১১৪ টি বা ২৮.৮৬ শতাংশের। আর দর কমেছে ২৫৪ টি বা ৬৪.৩০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ২৭ টি বা ৬.৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ৪০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯৯ টির, কমেছে ১৬১ টির এবং পরিবর্তন হয়নি ২৩ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯.২৮ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৮৫৪৫ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে