ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৫:২৭:৩৩
শেয়ারবাজারে পতন

বুধবার (১৪ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৭১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩০.১১ পয়েন্ট।

বুধবার ডিএসইতে ১ হাজার ১৭৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৬৪৬ কোটি ৪২ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৪৭২ কোটি ৮৩ লাখ টাকার বা ২৮.৭১ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯ টি বা ২০ শতাংশের। আর দর কমেছে ২৭৮ টি বা ৭০.৩৭ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৮ টি বা ৯.৬ শতাংশের।

অপরদিকে সিএসইতে বুধবার ৪৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৬ টির, কমেছে ১৯২ টির এবং পরিবর্তন হয়নি ২১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০২.৩১ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৮৩৯৮ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে