ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

লভ্যাংশে ব্যর্থরা নেই এ তালিকায়

‘জেড’ ক্যাটাগরিতে ২২ কোম্পানি

২০২৪ ফেব্রুয়ারি ১৭ ২১:৪৮:৪২
‘জেড’ ক্যাটাগরিতে ২২ কোম্পানি

শেয়ারবাবাজারে তালিকাভুক্ত ২২ কোম্পানির শেয়ার রবিবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়া, ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা এবং পরিশোধিত মূলধনের চেয়ে বেশি ঋণাত্মক আয় থাকা কোম্পানিগুলোকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার শোরবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কয়েকটি সূচকে দূর্বল কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্ট, আজিজ পাইপস, ডেল্টা স্পিনার্স, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিবিবি পাওয়ার, ইনটেক, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কেয়া কসমেটিকস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স, রিজেন্ট টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ঢাকা ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইয়াকিন পলিমার এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ।

এর মধ্যে ডেল্টা স্পিনিং, কেয়া কসমেটিকস ও উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টকে নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়ার জন্য ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে বলে জানা গেছে।

জিবিবি পাওয়ার, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, রিজেন্ট টেক্সটাইল ও ইয়াকিন পলিমারকে ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার জন্য ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে।

গত ১৫ ফেব্রুয়ারির বিএসইসির নির্দেশনায় পরপর ২ বছর লভ্যাংশ দিতে ব্যর্থ হওয়া কোম্পানিকেও ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানোর নির্দেশনা জারি করা হয়েছে। তবে এই লভ্যাংশ প্রদানে অতিতে ব্যর্থতার জন্য না, আগামিতে পরপর ২ বছর লভ্যাংশ না দেওয়া কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে