ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কারসাজিতে ধরা

শেয়ারবাজারে বিনিয়োগে অনাগ্রহী, অর্থ উত্তোলনে আগ্রহী

২০২৪ ফেব্রুয়ারি ১৯ ১০:২৬:৩১
শেয়ারবাজারে বিনিয়োগে অনাগ্রহী, অর্থ উত্তোলনে আগ্রহী

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহে আগ্রহী হলেও এনআরবি ব্যাংক কর্তৃপক্ষ এই বাজারে বিনিয়োগে আগ্রহী না। এমনকি এই বাজারে যখন মন্দা দেখা দেয়, তখন ব্যাংকগুলোর জন্য ২০০ কোটি টাকার বিশেষ তহবিলের সুযোগ দেওয়া হলেও, তাতেও আগ্রহ দেখায়নি ব্যাংকটি। সেই ব্যাংকটি এখন শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। কিন্তু শেয়ারবাজারের প্রয়োজনের সময় বিনিয়োগের মাধ্যমে তারল্য সরবরাহে সহযোগিতার হাত বাড়ায়নি।

২০২০ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকার বিশেষ তহবিল শেয়ারবাজারে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। যা বিনিয়োগ সীমার মধ্যে অন্তর্ভূক্ত হবে না। এছাড়া ব্যাংকিং কোম্পানিজ আইনে প্রতিটি ব্যাংকের মূলধনের ২৫% শতাংশ পর্যন্ত শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ আছে। এই মূলধনের মধ্যে পরিশোধিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, স্ট্যাচুরি রিজার্ভ ও রিটেইন আর্নিংস অন্তর্ভূক্ত।

এ বিবেচনায় এনআরবি ব্যাংকের মূলধনের ২৫% শতাংশ হিসেবে ১৮৭ কোটি ৬৪ লাখ টাকা বিনিয়োগের সুযোগ আছে। এছাড়া বিশেষ তহবিলের ২০০ কোটি টাকা বিনিয়োগের সুযোগ আছে। অর্থাৎ ব্যাংকটির ৩৮৭ কোটি ৬৪ লাখ টাকা বিনিয়োগে সুযোগ আছে।

কিন্তু ব্যাংকটির পক্ষ থেকে শেয়ারবাজারে রেগুলার পোর্টফোলিওতে ১৩২ কোটি ৬০ লাখ টাকা ও বিশেষ তহবিল থেকে ৯৫ কোটি ৫৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। অর্থাৎ মোট ২২৮ কোটি ১৪ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। যা ব্যাংকটির বিনিয়োগ সুযোগের ৫৯ শতাংশেরও কম।

আরও পড়ুন.......

শেয়ারবাজারে আসছে ২৭ পয়সা ইপিএসের এনআরবি ব্যাংক

এনআরবি ব্যাংকের রেগুলার পোর্টফোলিও থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে গেম্বলিং আইটেম পাইওনিয়ার ইন্স্যুরেন্সে। কোম্পানিটিতে এনআরবি ব্যাংকের বিনিয়োগ ৩৫ কোটি ৮৩ লাখ টাকা। যেখানে আনরিয়েলাইজড ১৮ কোটি ২৫ লাখ টাকা বা ৫১ শতাংশ লোকসান হয়েছে।

রেগুলার পোর্টফোলিওতে ১৩২ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগে ব্যাংকটির আনরিয়েলাইজড লোকসান হয়েছে ৪১ কোটি ৪০ লাখ টাকা। যা বিনিয়োগের ৩১ শতাংশ।

অন্যদিকে বিশেষ তহবিল থেকেও সবচেয়ে বেশি বিনিয়োগ করা হয়েছে পাইওনিয়ার ইন্স্যুরেন্সের শেয়ারে। এ তহবিল থেকে বীমা কোম্পানিটিতে ৩৮ কোটি ৯৬ লাখ টাকা বিনিয়োগ করা হয়েছে। তবে এ তহবিলের ক্রয় মূল্য ও বাজার মূল্যের বিস্তারিত তুলে না ধরায়, লোকসানের পরিমাণ জানা যায়নি।

উল্লেখ্য, এনআরবি ব্যাংককে অভিহিত মূল্যে অর্থাৎ প্রতিটি ১০ টাকায় ১০ কোটি শেয়ার ইস্যুর অনুমোদন দেওয়া হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা উত্তোলন করবে। এলক্ষ্যে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে