ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

উচ্ছিষ্ট বেচেঁ শেয়ারপ্রতি ৪ পয়সা লভ্যাংশ ঘোষণা

২০২৩ জুলাই ২৩ ১১:৩৭:১৪
উচ্ছিষ্ট বেচেঁ শেয়ারপ্রতি ৪ পয়সা লভ্যাংশ ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সিঅ্যান্ডএ টেক্সটাইলের বর্জিতাংশ বা উচ্ছিস্ট (মূল পণ্য হিসেবে চলে না যেগুলো) বিক্রি করে ২০২১-২২ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ০.৪% বা শেয়ারপ্রতি ৪ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। যা শুধুমাত্র সাধারন শেয়ারহোল্ডারদের জন্য করা হয়েছে। তবে এ জাতীয় লভ্যাংশ ঘোষণার পেছনে সাধারনত কোম্পানি কর্তৃপক্ষের ভিন্ন উদ্দেশ্য থাকে।

এর আগের ৫ অর্থবছরের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করা হয়নি।

কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি ০.১০ টাকা মুনাফা হয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। তবে এই মুনাফা অর্জনের পেছনে কারন হিসেবে রয়েছে ব্যাংক সুদ মওকুফ পাওয়া। কোম্পানিটি ২০২১-২২ অর্থবছরে ১৫ কোটি ১ লাখ টাকার সুদ মওকুফ পেয়েছে। যার উপর ভিত্তি করে কোম্পানিটির নিট মুনাফা হয়েছে ২ কোটি ৩৭ লাখ টাকা।

যে কোম্পানিটির সম্পদ ওই অর্থবছরে শেষে ঋণাত্মক। যা শেয়ারপ্রতি হিসেবে ৩.৬১ টাকা করে ঋণাত্মক। সদু মওকুফ চাওয়া ও ঋণাত্মক সম্পদের মতো এমন খারাপ অবস্থায় থাকা কোম্পানিটির পর্ষদ লভ্যাংশ ঘোষণা করেছে।

যে কোম্পানিটিকে পর্ষদ একই গ্রুপের আলিফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূতকরনের সিদ্ধান্ত নিয়েছে। যা উচ্চ-আদালতসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বাস্তবায়ন হবে।

সিঅ্যান্ডএ টেক্সটাইলের ২০২১-২২ অর্থবছরসহ বিগত ৫ বছরের বার্ষিক সাধারন সভা (এজিএম) আগামি ৮ আগস্ট কোম্পানির কারখানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে