ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৪৫২ কোটি টাকা

২০২৪ ফেব্রুয়ারি ২৪ ১০:০০:৩২
বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৪৫২ কোটি টাকা

গত সপ্তাহে (১৮-২২ ফেব্রুয়ারী) দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। যাতে করে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৪ হাজার ৪৫২ কোটি টাকা। যে সপ্তাহটিতে লেনদেন কমেছে ৫৪.৭০ শতাংশ।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৬ হাজার ৪৬৬ কোটি ৮৬ লাখ ৮০ হাজার ৫৩৮ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ১৪ কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০১ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও কমেছে ৪ হাজার ৪৫২ কোটি ১২ লাখ ২৩ হাজার ৭৩৭ টাকা বা ০.৫৮ শতাংশ।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৩৭০ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৪৪০ কোটি ৪০ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৪ হাজার ৭০ কোটি ২৫ লাখ টাকার বা ৫৪.৭০ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২.৩০ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬২৭৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.৬৯ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩৬০ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৮ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২১ টির বা ৩০.৪০ শতাংশের, কমেছে ২৪৭ টির বা ৬২.০৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টির বা ৭.৫৩ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৩৮ কোটি ৪৬ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৮৫ পয়েন্ট বা ১.৫৬০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮০০৫ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৫ টির দর বেড়েছে ২১৪ টির দর কমেছে এবং ২৮ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে