ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে পতন

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৬:০৫:২৪
শেয়ারবাজারে পতন

রবিবার (২৫ ফেব্রুয়ারী) দেশের উভয় শেয়ারবাজারে মূল্যসূচকের পতন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনের পরিমাণ।আজ সিএসইতে মূল্যসূচক কমলেও বেড়েছে লেনদেন পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬২৫৯ পয়েন্টে। যা আগেরদিন বেড়েছিল ১৭.৮২ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৮০৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮৬২ কোটি ১৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৫৭ কোটি ২০ লাখ টাকার বা ৬.৬৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৬ টি বা ২৪.৩০ শতাংশের। আর দর কমেছে ২৪৩ টি বা ৬১.৫১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৬ টি বা ১৪.১৭ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১২ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮ টির, কমেছে ১৩৮ টির এবং পরিবর্তন হয়নি ৩১ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭.৩৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১২৭৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে