ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজেরও টিকে থাকা নিয়ে শঙ্কা

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ০৯:৩০:১২
মেঘনা পেট ইন্ডাস্ট্রিজেরও টিকে থাকা নিয়ে শঙ্কা

শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্কের ন্যায় মেঘনা পেট ইন্ডাস্ট্রিজও কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে। এতে করে কোম্পানিটি সম্পদ ঋণাত্মক হয়ে গেছে। যাতে এ কোম্পানিটিরও ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২২-২৩ অর্থবছরে নিট ৩৬ লাখ টাকা লোকসান হয়েছে। যে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক (৫.১৫) টাকা, শেয়ারপ্রতি লোকসান (০.৩০) টাকা ও নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক (০.০৩) টাকা।

মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের এই সংকট কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

আরও পড়ুন.....

মেঘনা কনডেন্সড মিল্কে কোটি কোটি টাকার অনিয়ম

উল্লেখ্য, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ১২ কোটি টাকা। এরমধ্যে ৫৬.৪৫ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩৮.২০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে