ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে উত্থান

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৪:৫৮:২৬
শেয়ারবাজারে উত্থান

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেড়েছে লেনদেনের পরিমাণ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) মূল্যসূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমান।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৭২ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ১৪.৩২ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৮৯৮ কোটি ২১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৮০৪ কোটি ৯৯ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৯৩ কোটি ২২ লাখ বা ১১.৫৭ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৩ টি বা ৪৬.৩২ শতাংশের। আর দর কমেছে ১৫২ টি বা ৩৮.৪৮ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬০ টি বা ১৫.১৮ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ২০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১০৮ টির, কমেছে ১২০ টির এবং পরিবর্তন হয়নি ২৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫.৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭৯৩৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে