ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজারে উত্থান

২০২৩ আগস্ট ২০ ১৭:৪০:৫১
শেয়ারবাজারে উত্থান

বেশ কিছুদিন ধরে শেয়ারবাজার ভালো যাচ্ছে না। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমছিল। যাতে করে বিনিয়োগকারীদের কমছিল বিনিয়োগ। তবে গত দুই কার্যদিবস ধরে শেয়ারবাজার উত্থানে রয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২০ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৬৫ পয়েন্টে। যা আগের দিন ৩৪ পয়েন্ট বেড়েছিল।

রবিবার ডিএসইতে ৩৪৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন হয়েছিল ২৯৯ কোটি ৫৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৫ কোটি ২ লাখ টাকার বা ১৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯০টি বা ২৮.৫৭ শতাংশের। আর দর কমেছে ৬৩টি বা ২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৬২টি বা ৫১.৪৩ শতাংশের।

রবিবার ডিএসইতে ফু ওয়াং ফুডের শেয়ার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে। কোম্পানিটির ৩৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় অবস্থানে উঠে আসা সী পার্লের ২৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৭ কোটি ৬৩ লাখ টাকার লেনদেনের মাধ্যমে ৩য় অবস্থানে উঠেছে এমারেল্ড অয়েল।

অপরদিকে সিএসইতে রবিবার ৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টির, কমেছে ২৮টির এবং পরিবর্তন হয়নি ৮৭টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫০৩ পয়েন্টে।

আগের দিন সিএসইতে ৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। ওইদিন সিএসইর সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে