ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সূচক কমলেও বেড়েছে লেনদেন

২০২৪ মার্চ ০৫ ১৫:০৬:১৯
সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবস (৫ মার্চ ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বেড়েছে ।এদিন সিএসইতে লেনদেনের পাশাপাশি কমেছে মূল্যসূচকের পরিমান।

আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৪.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬১৩১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৩৯.৯৪ পয়েন্ট।

মঙ্গলবার ডিএসইতে ৮৪৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭৯৩ কোটি ৬৮ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৪ লাখ টাকার।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১০২ টি বা ২৫.৬৯ শতাংশের। আর দর কমেছে ২৩২ টি বা ৫৮.৪৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৬৩ টি বা ১৫.৮৬ শতাংশ

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৫৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮২ টির, কমেছে ১৩৪ টির এবং পরিবর্তন হয়নি ৩৯ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৪৪.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭৫৯৫ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে