ঢাকা, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১

মুনাফার ৬৯ শতাংশই রেখে দেবে হাইডেলবার্গ সিমেন্ট

২০২৪ মার্চ ০৯ ০৮:৫১:০৬
মুনাফার ৬৯ শতাংশই রেখে দেবে হাইডেলবার্গ সিমেন্ট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৬৯ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাত্র ৩১ শতাংশ দেওয়া হবে।

হাইডেলবার্গ সিমেন্টের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৮.১৩ টাকা হিসেবে ৪৫ কোটি ৯৪ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ২৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ২.৫০ টাকা করে মোট ১৪ কোটি ১৩ লাখ টাকা বা মুনাফার ৩০.৭৬% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ৩১ কোটি ৮১ লাখ টাকা বা ৬৯.২৪% কোম্পানিতে রেখে দেওয়া হবে।

এর আগের বছর হাইডেলবার্গ সিমেন্টের পর্ষদ ২৩ কোটি ৩৪ লাখ টাকা বা শেয়ারপ্রতি ৪.১৩ টাকা লোকসানের বিপরীতে ১০ শতাংশ হিসেবে ৫ কোটি ৬৫ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ২৯৭% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ৪.১৩ টাকার শেয়ারপ্রতি লোকসান ২০২৩ সালে হয়েছে ৮.১৩ টাকা মুনাফা।

উল্লেখ্য, ১৯৮৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া হাউডেলবার্গ সিমেন্টের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৬ কোটি ৫০ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ৯ মার্চ দাঁড়িয়েছে ২৪৫.৩০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে