ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

শেয়ারবাজার কাঁপিয়ে দিল আমরা নেটওয়ার্ক

২০২৪ মার্চ ১০ ১৫:৩৪:০৭
শেয়ারবাজার কাঁপিয়ে দিল আমরা নেটওয়ার্ক

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আমরা নেটওয়ার্কের রাইট সংক্রান্ত রেকর্ড ডেট পরবর্তী রবিবার (১০ মার্চ) দর সমন্বয় নিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জটিলতা তৈরী হয়। এ কোম্পানিটির জন্য আজ পুরো ডিএসইর সূচকে গোলমাল বেঁধে যায়। পুরো বাজারে তৈরী হয় আতঙ্ক। যাতে করে বাজারে বড় ধস হয়েছে।

আমরা নেটওয়ার্কের রাইট শেয়ার ইস্যুতে গত ৭ মার্চ রেকর্ড ডেট ছিল। এরপরে আজ লেনদেন শুরু হয়। তবে দর সমন্বয় করতে ইনপুট দিতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে ডিএসই কর্তৃপক্ষ। যার আলোকে সকাল থেকেই ডিএসইর সূচকে বড় জটিলতা দেখা দেয়।এতে করে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। যাতে করে আজ শেয়ারবাজারে বড় পতন হয়েছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৬৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৯৭১ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৫৩.৩৭ পয়েন্ট।

রবিবার ডিএসইতে ৪৭৮ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৭০৩ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২২৫ কোটি ৪৫ লাখ টাকার বা ৩২.০৩ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৪ টি বা ২১.০৫ শতাংশের। আর দর কমেছে ২৬১ টি বা ৬৫.৪১ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৫৪ টি বা ১৩.৫৩ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ৮ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২ টির, কমেছে ১৩৮ টির এবং পরিবর্তন হয়নি ৩৬ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২৩.৩৬ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৭৪২৭ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে