ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

মুনাফার ৭০ শতাংশই রেখে দেবে ডিবিএইচ ফাইন্যান্স

২০২৪ মার্চ ১২ ০৯:৩৪:২৯
মুনাফার ৭০ শতাংশই রেখে দেবে ডিবিএইচ ফাইন্যান্স

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ২০২৩ সালের ব্যবসায় অর্জিত মুনাফার ৭০ শতাংশই কোম্পানিতে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডারদের মাত্র ৩০ শতাংশ দেওয়া হবে।

ডিবিএইচ ফাইন্যান্সের ২০২৩ সালের ব্যবসায় শেয়ারপ্রতি ৪.৯৫ টাকা হিসেবে ৯৮ কোটি ৪৫ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। এরমধ্যে থেকে ১৫% নগদ লভ্যাংশ হিসেবে শেয়ারপ্রতি ১.৫০ টাকা করে মোট ২৯ কোটি ৮৩ লাখ টাকা বা মুনাফার ৩০.৩০% শেয়ারহোল্ডারদের মাঝে বিতরন করা হবে। মুনাফার বাকি ৬৮ কোটি ৬২ লাখ টাকা বা ৬৯.৭০% কোম্পানিতে রেখে দেওয়া হবে।

এদিকে কোম্পানিটির আগের বছরের তুলনায় ৫% মুনাফা বেড়েছে। এ কোম্পানিটির আগের বছরের ৫.২১ টাকার শেয়ারপ্রতি মুনাফা ২০২৩ সালে হয়েছে ৪.৯৫ টাকা।

উল্লেখ্য, ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ডিবিএইচ ফাইন্যান্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৯৮ কোটি ৮৯ লাখ টাকা। এ কোম্পানিটির শেয়ার দর ১১ মার্চ দাঁড়িয়েছে ৪৪.৬০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে