ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

এক সপ্তাহে বিনিয়োগকারীরা হারালো ৪৯ হাজার কোটি টাকা

২০২৪ মার্চ ১৬ ০৯:৫৩:০৬
এক সপ্তাহে বিনিয়োগকারীরা হারালো ৪৯ হাজার কোটি টাকা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের শেয়ারবাজার গত কয়েকদিন ধরে টানা পতনে রয়েছে। যাতে করে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। এতে করে নিয়মিত শেয়ারের দাম কমেছে। যার ধারাবাহিকতায় গত সপ্তাহে (১০-১৪ মার্চ) বিনিয়োগকারীদের নাই হয়ে গেছে ৪৯ হাজার কোটি টাকার বেশি। যার পরিমাণ আগের সপ্তাহে ছিল প্রায় ১২ হাজার কোটি টাকা। এমন পতন বিনিয়োগকারীদের মধ্যে বড় হতাশা তৈরী করেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৪৮ হাজার ৮২৭ কোটি ৭৩ লাখ ৪১ হাজার ৭৭ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৬৩৫ কোটি ৪৬ লাখ ৫৩ হাজার ৬৪৫ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীদের পোর্টফোলিও বা বিনিয়োগ কমেছে ৪৯ হাজার ১৯২ কোটি ২৬ লাখ ৮৭ হাজার ৪৩২ টাকা বা ৬.৫৭ শতাংশ।

এর আগের সপ্তাহে বিনিয়োগকারীরা হারিয়েছে ১১ হাজার ৮৯৫ কোটি ৭৫ লাখ টাকা।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩ হাজার ৭৯৩ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪ হাজার ৫৩ কোটি ৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ২৫৯ কোটি ১৮ লাখ টাকার বা ৩১.০৭ শতাংশ।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪৪.৭২ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৯৬৮ পয়েন্টে। যা বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই ৩০ সূচক ৪২.৭৬ পয়েন্ট বা ২.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০৫১.৫৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৪০১ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৬৯ টির বা ১৭.২১ শতাংশের, কমেছে ৩০১ টির বা ৭৫.০৬ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির বা ৭.৭৩ শতাংশের।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৯০ লাখ টাকার। সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪৬০ পয়েন্ট বা ২.৬২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭০৯০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৬৩ টির দর বেড়েছে, ২৪৪ টির দর কমেছে এবং ২১ টির দর অপরিবর্তিত রয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে