ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

চলতি বছরে ২৩ কোম্পানির ৪ হাজার কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

২০২৪ মার্চ ১৮ ১০:৩০:৩৭
চলতি বছরে ২৩ কোম্পানির ৪ হাজার কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : চলতি বছরে এখন পর্যন্ত ২৩টি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য প্রায় ৪ হাজার কোটি টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যেগুলোর অধিকাংশই ২০২৩ সালের ব্যবসার জন্য ঘোষণা করা হয়েছে। আর দু-চারটি কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের জন্য।

ডিসেম্বর ক্লোজিং কোম্পানিরগুলোর ২০২৩ সালের ব্যবসায় লভ্যাংশ ঘোষণা শুরু হয়েছে। এরইমধ্যে কয়েকটি কোম্পানির পর্ষদ ঘোষণা করেছে। তবে এপ্রিল মাসে সবচেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করা হয়। ওইসময় ব্যাংকগুলোর অনেক লভ্যাংশ ঘোষণা আসে। এছাড়া সাধারন বীমা কোম্পানি ও লিজিং কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা করা হয়।

গত বছর বা ২০২২ সালের ব্যবসায় ওইসময় শেয়ারবাজারে তালিকাভুক্ত থাকা ৩৫টি ব্যাংকের মধ্যে ২৮টির পর্ষদ নগদ লভ্যাংশ ঘোষণা করে। ব্যাংকগুলোর পর্ষদ মোট ২ হাজার ৭০০ কোটি ৩৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করে।

বাজার সংশ্লিষ্টদের মতে, শেয়ারবাজারে অনেক কোম্পানিই রয়েছে বিনিয়োগযোগ্য। যেগুলো থেকে ভালো লভ্যাংশ পাওয়া যায়। বাজারের বর্তমান অবস্থায় কোম্পানিগুলোর অতিত লভ্যাংশ বিবেচনায় অনেক বিনিয়োগযোগ্য কোম্পানি পাওয়া যাবে। যেগুলোতে বিনিয়োগ করলে পুঁজি নিরাপদ থাকবে এবং ভালো রিটার্ন পাওয়া যাবে।

চলতি বছরে পর্ষদ সভা করা ২৩ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি হারে লভ্যাংশ ঘোষণা করেছে ইউনিলিভার কনজ্যুমারের পর্ষদ। এই কোম্পানিটি থেকে ৩০০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এরপরের অবস্থানে থাকা গ্রামীণফোন থেকে ১২৫% হারে ও বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) থেকে ১০০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

তবে টাকার অংকে সবচেয়ে বেশি লভ্যাংশ বিতরন করা হবে গ্রামীণফোন থেকে। এ কোম্পানিটি থেকে ১২৫% হারে মোট ১ হাজার ৬৮৭ কোটি ৮৮ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে। এরপরের অবস্থানে থাকা লাফার্জহোলসিম থেকে ৫০% হারে ৫৮০ কোটি ৬৯ লাখ টাকা ও বিএটিবিসি থেকে ১০০% হারে ৫৪০ কোটি টাকা দেওয়া হবে।

নিম্নে চলতি বছরে লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলোর তথ্য তুলে ধরা হল-

এদিকে সবচেয়ে কম হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বিডি থাই ফুড ও ইমাম বাটন থেকে। শেয়ার নিয়ে কারসাঁজি হওয়া এ কোম্পানি দুটির পর্ষদ অন্তর্বর্তীকালীন ১% হারে লভ্যাংশ ঘোষণা করেছে। একইসঙ্গে টাকার পরিমাণেও সবচেয়ে কম লভ্যাংশ বিতরন করা হবে এই কোম্পানি দুটি থেকে। এরমধ্যে ইমাম বাটন থেকে ৫ লাখ টাকা এবং বিডি থাই ফুড থেকে ৫২ লাখ টাকার নগদ লভ্যাংশ দেওয়া হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে