ঢাকা, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সূচক নামল ২০২১ সালের ২৪ মে’র মধ্যে সর্বনিম্নে

মঙ্গলবার আরও বড় পতন : বিনিয়োগকারীদের হাহাকার

২০২৪ মার্চ ১৯ ১৫:১৬:৩৪
মঙ্গলবার আরও বড় পতন : বিনিয়োগকারীদের হাহাকার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত কয়েকদিন ধরে শেয়ারবাজারে মূল্যসূচক টানা ও ভয়াবহ পতনে রয়েছে। এক্ষেত্রে লেনদেনও কমছে। এরমধ্যে সোমবার (১৮ মার্চ) দেশের শেয়ারবাজারে বড় পতন হয়েছে। যে পতনকে ছাড়িয়ে গেছে আজকের পতন। এমন পতনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক গত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় রয়েছে।

শেয়ারবাজারে এমন পতনের যৌক্তিক কারন খুঁজে পাচ্ছেন না এ খাতের সংশ্লিষ্টরা। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনারদের মেয়াদ শেষ হওয়ার পথে থাকায়, তা নিয়ে আলোচনা রয়েছে। বর্তমান কমিশনই আরেক মেয়াদে থাকবে, নাকি নতুন কেউ আসবে, আর আসলে বাজার কেমন হবে ইত্যাদি বিষয়ে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশনের ৪ বছরের জন্য নিয়োগের মেয়াদ শেষ হচ্ছে আগামি মে মাসে। তাদের মেয়াদের শেষ দিকে এসে শেয়ারবাজার টানা পতনে রয়েছে।

করোনা মহামারির কারনে শেয়ারবাজারে যখন ধস ঠেকানো যাচ্ছিল না, তখন শিবলী কমিশনকে নিয়োগ দেওয়া হয়। যারা দক্ষতার সঙ্গে সেই সময়ের সংকটকালীন সময় অতিক্রম করে। তবে পরে ভালোর সঙ্গে কিছু নেতিবাচক কাজ করার অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। যা তাদেরকে বিতর্কিত করেছে।

এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮১৪ পয়েন্টে। যা আগেরদিন কমেছিল ৬৯.৮০ পয়েন্ট।

মঙ্গলবারের পতনে ডিএসইএক্স সূচকটি ২০২১ সালের ২৪ মে’র মধ্যে সর্বনিম্ন অবস্থায় নেমে গেছে। অর্থাৎ আজকের সূচকটি বিগত ৩ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২০২১ সালের ২৩ মে সর্বশেষ সূচকটি আজকের তুলনায় কম ছিল।

মঙ্গলবার ডিএসইতে ৪৬৫ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ২১ কোটি ১২ লাখ টাকার বা ৪.৫ শতাংশ।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৪১ টি বা ১০.৩৫ শতাংশের। আর দর কমেছে ৩১৯ টি বা ৮০.৫৫ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৬ টি বা ৯.০৯ শতাংশের।

অপরদিকে সিএসইতে সোমবার ১৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৬ টির, কমেছে ১৭০ টির এবং পরিবর্তন হয়নি ১২ টির।এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৭৫.১৫ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৬৬৫৩ পয়েন্টে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে